নিজস্ব প্রতিবেদক:
সংবিধান না মেনেই তদন্ত কমিটি গঠন করার পর পাল্টে গেল শিক্ষক অসিমকাণ্ডের তদন্ত কমিটি। গত ৬ই অক্টোবর দায়সারা কমিটি নিয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বক্তব্য নিতে গেলে ওই দিন তড়িঘড়ি করে তদন্ত কমিটি পালটে ফেলে। বর্তমানে অসিমকান্ডে তদন্ত কমিটিতে কোঁটচাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়াকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ফের গঠন করা হয়।
কমিটিতে অন্য ২ দুই সদস্য হলেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা ও জেলা শিক্ষা অফিসের সহ-কারী পরিদর্শক মোজাফ্ফর হোসেন পলাশ। এর আগে গত ২ তারিখে তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্য ছিলেন, হাট-বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সরকারী নলডাঙ্গা ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন। এই তদন্ত কমিটি গঠনের পর সংবিধান না মেনেই “কালীগঞ্জে শিক্ষক অসিমকান্ডে দায়সারা তদন্ত কমিটি!” শিরোনামে সবুজদেশ নিউজ ডটকমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে কর্তৃপক্ষের।
উল্লেখ, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন অসিম মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়েদের উত্ত্যক্ত করতো। সে যশোরের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই মেয়েকে নিজেকে অবিবাহিত বলে ম্যাসেঞ্জারে লেখেন শিক্ষক অসিম। এরপর গত ২৯শে সেপ্টেম্বর’২২ বৃহস্পতিবার দুপুরে ঐ মেয়ের সাথে যশোরে দেখা করতে যান শিক্ষক অসিম। দেখা করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা খেয়ে যান তিনি। স্থানীয়দের জেরার মুখে তিনি উল্টা-পাল্টা কথা বলতে থাকেন। এরপর তাকে কয়েকটি চড় থাপ্পড় মারেন স্থানীয়রা। এ সময় তার শরীরে থাকা জামা-কাপড় ছিড়ে যায়। এরপর শিক্ষক অসিমের অডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এর কয়েক দিন আগে স্কুল শিক্ষক অসিম কালীগঞ্জ শহরের দশতলা ভবনের পিছনে অনৈতিক কাজ করতে এক মহিলার বাড়িতে যান। এ সময়ও তাকে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে। কিন্তু সবাইকে ম্যানেজ করে ফেলে স্কুল শিক্ষক অসিম।
আরো পড়ুন: কালীগঞ্জে শিক্ষক অসিমকাণ্ডে দায়সারা তদন্ত কমিটি!
কালীগঞ্জে শিক্ষক অসিমকে নিয়ে বিব্রতকর অবস্থায় অভিভাবকরা!
অনৈতিক কাজ করতে গিয়ে শিক্ষকের ধরা খাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন (ভিডিও)
অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খেল কালীগঞ্জের স্কুল শিক্ষক (ভিডিও)