ঢাকাঃ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার বিকাল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিতে করেছেন। 

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোভিড ‘পজিটিভের’ রিপোর্ট প্রকাশ করে। তবে তার আক্রান্ত হওয়ার বিষয়ে তার পরিবার কিছুই জানে না। 

এমনকি তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের ভাগনে ও ব্যক্তিগত চিকিৎসক মামুন। এ সব বিষয়ে বিষয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কথা বলবেন বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here