নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে কৌশল্লা রানী বিশ্বাসের (৫৫) মৃত্যুর পর তার স্বজনরা কেও এগিয়ে আসেননি।

২০ জুলাই সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মাধব কুন্ডুর স্ত্রী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চার দিন চিকিৎসার পর শনিবার তার মৃত্যু হয়।

কৌশল্লা রানীর চেলে রাম প্রসাদ আক্ষেপ করে বলেন, তার মায়ের মৃত্যুর খবর শুনে আপন আত্মীয়রা সবাই দুরে চলে যায়। কেও লাশটি নিতে আসেনি। এ অবস্থায় বিপদে পরে রাম প্রসাদ। তিনি ছুটে যান ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনে। সেখানে তিনি আহাজারি করেন।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান খবর পেয়ে লাশ দাফন কমিটির সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে লাশ বের করে সদর উপজেলার বদনপুর গ্রামের শম্মানে সৎকার করেন। উল্লেখ্য ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ১৪৯ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করেছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here