ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিজ কক্ষে ইবি শিক্ষকে মারধর, ক্যাম্পাসে বিক্ষোভ

Reporter Name

ইবিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম মারধরের শিকার হয়েছেন। সোমবার দুপুরে বিভাগের নিজ কক্ষে তিনি এ মারধরের শিকার হন। এ ঘটনায় মারধরকারীর শাস্তির দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।            

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা যায়, লোক প্রশাসন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক ছাত্র আলমগীর অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঙ্গে বিভাগীয় কক্ষে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে উল্টাপাল্টা কথা বলে ও ঘুষি মারে। তারপর সে রুম থেকে দৌড়ে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটক করে প্রক্টরের মাধ্যমে থানায় সোপর্দ করে।

বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছনার বিচার ও বহিরাগত প্রবেশে নিষিদ্ধের দাবি জানায়। এ সময় প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন উপস্থিত হয়ে ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় মারধরকারীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। একাডেমিক কমিটির সিদ্ধান্ত সম্বলিত চিঠি পাঠালে আমরা এ বিষয়ে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি থানায় আটক আছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

About Author Information
আপডেট সময় : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
৭০৪ Time View

নিজ কক্ষে ইবি শিক্ষকে মারধর, ক্যাম্পাসে বিক্ষোভ

আপডেট সময় : ০৯:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০

ইবিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম মারধরের শিকার হয়েছেন। সোমবার দুপুরে বিভাগের নিজ কক্ষে তিনি এ মারধরের শিকার হন। এ ঘটনায় মারধরকারীর শাস্তির দাবীতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।            

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সূত্রে জানা যায়, লোক প্রশাসন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক ছাত্র আলমগীর অধ্যাপক জাহাঙ্গীর আলমের সঙ্গে বিভাগীয় কক্ষে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে উল্টাপাল্টা কথা বলে ও ঘুষি মারে। তারপর সে রুম থেকে দৌড়ে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা আটক করে প্রক্টরের মাধ্যমে থানায় সোপর্দ করে।

বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষক লাঞ্ছনার বিচার ও বহিরাগত প্রবেশে নিষিদ্ধের দাবি জানায়। এ সময় প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন উপস্থিত হয়ে ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় মারধরকারীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। একাডেমিক কমিটির সিদ্ধান্ত সম্বলিত চিঠি পাঠালে আমরা এ বিষয়ে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি থানায় আটক আছে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলেই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।