পরপর দুই ম্যাচ ড্র করে কঠিন চাপে ভারত
সবুজদেশ ডেস্ক:
পরপর দুই ম্যাচ ড্র করে সাফ চ্যাম্পিয়নশিপে কঠিন চাপে পড়েছে ভারত। টুর্নামেন্টের সর্বাধিক ৭ বার শিরোপা জেতা দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দলটি প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে শ্রীলংকার বিপক্ষে।
এখন দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে ভারত। ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে শেষ দুই ম্যাচে নেপাল ও মালদ্বীপের বিপক্ষে জিততেই হবে ভারতকে। পাঁচ দলের আসরে৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দুইয়ে আর ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল।
প্রথম দুই ম্যাচ হারার পরই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াটা সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছিল শ্রীলংকার। তবে ৯৮ ধাপ এগিয়ে থাকা ভারতের কাছ থেকে ১ পয়েন্ট নিয়ে লংকানরা বিশ্বজয়ের আনন্দ করেছে মালের ন্যাশনাল স্টেডিয়ামে।
শ্রীলংকা প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে হেরেছে নেপালের কাছে।
বৃহস্পতিবারের ম্যাচে ভারত একচেটিয়া প্রধান্য নিয়ে খেলেও গোল আদায় করতে পারেনি। ৮ মিনিট অতিরিক্ত সময়ে দিয়েছিলেন রেফারি। খেলিয়েছেন অতিরিক্ত ৯ মিনিটেরও বেশি। তারপরও ভারত খুলতে পারেননি শ্রীলংকার গোলমুখ।
দারুণ খেলেছেন গোলরক্ষক সুজান পেরেরা। গোটা তিনেক আক্রমণ তিনি রুখে দিয়েছেন। তার সামনে আরো ভাল খেলেছেন ডিফেন্ডার পুসলাস। ম্যাচসেরা পুরস্কারও পেয়েছেন তিনি।