ফাইল ছবি-

যশোরঃ

দুর্গাপূজায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা চার দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

কার্ত্তিক চক্রবর্তী বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২-৫ অক্টোবর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ৬ অক্টোবর সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি চালু হবে।”

আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here