সবুজদেশ ডেস্কঃ

রাত পোহালেই বিশ্বকাপের ফাইনাল। ১৬টি দলকে নিয়ে প্রায় এক মাসব্যাপী চলা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর্দা নামবে আগামীকাল রোববার। 

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি শুরু হবে। ধারণা করা হচ্ছে ৯০ হাজার দর্শক ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো ফেভারিট দলকে পেছনে ফেলে ফাইনালে পাকিস্তান-ইংল্যান্ড। 

অতীতে একবার করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। বিশ্বকাপের অষ্টম আসরে দ্বিতীয়বারের মতো শিরোপায় হাত রাখতে চায় বাবর আজম-জস বাটলাররা। 

ফাইনালের ঠিক আগের দিন শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইংল্যান্ডের ফাইনালে আসাই প্রমাণ করে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ফাইনালে জিততে আমাদের শক্তি পেস আক্রমণকে কাজে লাগাব। আমাদের পরিকল্পনায় আমরা ঠিক থাকব। 

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, দারুণ সব ফাস্ট বোলার তৈরি করার ইতিহাস আছে পাকিস্তানের। এই দলও ব্যতিক্রম নয়। পাকিস্তানের ফাইনালে আসার পেছনে তাদের বড় ভূমিকা আছে। ওদের কাছে আমরা কঠিন চ্যালেঞ্জই আশা করছি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here