ফেসবুকে যোগ হচ্ছে নতুন ফিচার ‘মেটাভার্স’ - ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এবার যোগ হচ্ছে নতুন ফিচার ‘মেটাভার্স’। নতুন এ ফিচারে ভিডিও কল কিংবা জুম মিটিংয়ের পরিবর্তে ভিন্ন ভিন্ন জায়গায় থেকেও মুখোমুখি বসে কথা বলা যাবে ভার্চুয়ালি।

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের মতে, মেটাভার্স ফিচার এলে নতুন এক দুনিয়া তৈরি করবে ফেসবুক। যেখানে ভার্চুয়াল জগতে মানুষ নিজেদের সামনা সামনি দেখার সুযোগ পাবে।

সম্প্রতি সিবিএস টেলিভিশনে ভার্চুয়াল এ ফিচারটি নিয়ে আসার ঘোষণা দিলেন জাকারবার্গ।

সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, আগামী ৫ বছরের মধ্যে ফেসবুক পরিণত হবে মেটাভার্স প্রতিষ্ঠানে।

মেটাভার্স হলো এমন এক ভার্চুয়াল জগত যেখানে ব্যবহারকারী নিজের চেহারার সাথে মিল রেখে অ্যাভাটার তৈরি করতে পারবেন। এছাড়া পছন্দ মতো পরিবর্তন করতে পারবেন পোশাক। তৈরি করা অ্যাভাটারের নিয়ন্ত্রণও থাকবে ব্যবহারকারীর হাতেই। সামনা সামনি ব্যবহারকারী যা করবে তৈরি করা অ্যাভাটারটিও তাই করবে ভার্চুয়াল জগতে। এটি হবে এমন এক জগত যেখানে ভার্চুয়ালি গেমিং, অফিসের কাজ, মিটিং ও যোগাযোগ সবই করা যাবে।

মেটাভার্সের মাধমে এক জায়গা থেকে একই সময় অন্য জায়গায় অন্য মানুষের সাথে ভিন্ন পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারী। তবে এ সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীকে অবশ্যই ভিআর হেড সেট ব্যবহার করতে হবে।

এর মধ্যেই ভার্চুয়াল রিয়েলিটি খাতে বড় অংকের বিনিয়োগ করেছে ফেসবুক। এছাড়া নিয়োগও করেছে প্রায় ১০ হাজার কর্মী। আগামী ৫ বছরের মধ্যে ব্যবহারকারীদের মেটাভার্সের দুনিয়ায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদি প্রতিষ্ঠানটি।

সূত্র : সিবিএস

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here