মনুষত্ব থাকলে নুরদের পাশে দাঁড়ান: আসিফ নজরুল
আসিফ নজরুলঃ
ডাকসু ভবনে আলো নিভিয়ে ভিপি নুরদের ওপর হামলার ঘটনার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
একই সঙ্গে আহত ছাত্রদের সাহসী উল্লেখ তাদের পাশে দাঁড়ানোর জন্য ফেসবুকে আহ্বান জানিয়েছেন তিনি।
গত রোববার ডাকসু ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ঢাবি অধ্যাপক।
আসিফ নজরুল বলেন, ‘এ সাহসী বিপন্ন তরুণদের পাশে দাঁড়ান। যদি আপনার তারুণ্য থাকে, থাকে দেশপ্রেম, মনুষত্ব।’
রোববার দুপুরে ডাকসু ভবনের মূলগেট বন্ধ করে হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের কর্মীরা। তারা ভিপির কক্ষে আলো নিভিয়ে নুরসহ অন্যদের রড ও বাঁশ দিয়ে বেধড়ক পেটান।
হামলায় ভিপি নুরুলসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর আহত হন অন্তত চারজন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় ৪৩ জনের নামে মামলা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দফায় নুরুল হক ও তার সহযোগীদের রড, লাঠি ও বাঁশ দিয়ে পেটানো হয়। প্রথম দফায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ডাকসু ভবনে ঢুকে তাদের পেটান।
এর পর ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক (ডাকসুর এজিএস) সাদ্দাম হুসাইন ঘটনাস্থলে আসেন। তাদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় হামলা ও মারধর করা হয়। এ সময় ডাকসু ভবনেও ভাঙচুর চালান ছাত্রলীগের কিছু নেতাকর্মী।