সবুজদেশ ডেস্ক:

ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ লাল কার্ড পেয়েছেন ভারতের বিপক্ষে, মিডফিল্ডার রাকিব হোসেন পেয়েছেন দুই ম্যাচে হলুদ কার্ড। ফলে মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে রেখেই একাদশ সাজাতে হয়েছে কোচ অস্কার ব্রুজনকে।

ডিফেন্সে বিশ্বনাথের জায়গায় অস্কার রেখেছেন রহমত মিয়াকে এবং মিডফিল্ডে রাকিবের জায়গায় কোচ নিয়েছেন দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার সোহেল রানাকে। সোহেল রানা মালদ্বীপ যাওয়ার পর জ্বরে আক্রান্ত হলে প্রথম দুই ম্যাচে একাদশে তাকে মিস করেছেন কোচ।

ভারতের বিপক্ষে যে একাদশ ছিল সেখানেই এই দুটি পরিবর্তন নিয়েই তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। রাত ১০টায় মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে সাফের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

এটি বাংলাদেশের তৃতীয় ম্যাচ এবং মালদ্বীপের দ্বিতীয়। বাংলাদেশ ১-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে ও ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আছে দুইয়ে। অন্যদিকে মালদ্বীপ প্রথম ম্যাচে হেরেছে নেপালের কাছে। পাঁচ দেশের মধ্যে সবার শেষে অবস্থান করা মালদ্বীপের জন্য কঠিন চ্যালেঞ্জ এই ম্যাচ।

দীর্ঘ পাঁচ বছর পর আন্তর্জাতিক ফুটবলে দেখা হচ্ছে বাংলাদেশ ও মালদ্বীপের। ২০১৬ সালে মালেতে অনুষ্ঠিত একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল দ্বীপদেশটি।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন ও মতিন মিয়া।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here