ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবিতে সশরীরে পরীক্ষা শুরু ১ জুলাই

  • Reporter Name
  • Update Time : ০৫:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ৪২৮ Time View

যবিপ্রবি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ১ জুলাই সশরীরে অনুষ্ঠিত হবে। প্রথমে স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ও স্নাতকোত্তরের পরীক্ষা নেয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মতে, যারা আবাসিক হলের শিক্ষার্থী তাদের ২০ জুনের পরে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার থেকে করোনা টেস্ট করাতে হবে। করোনা নেগেটিভ যারা তাদের ২৫ জুন হলে প্রবেশ করানো হবে।

আবাসিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিয়ে হল এ প্রবেশ করতে হবে। হল এ অবস্থানকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের বাইরে যেতে পারবে না।

অনাবাসিক শিক্ষার্থীরা বাইরে মেসে থেকে পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার সময় সুরক্ষা নিশ্চিত করতে আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের আলাদা আলাদা রুমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নতুন বর্ষের শিক্ষার্থী ভর্তি করানোর আগে সব বর্ষের পরীক্ষা সম্পন্ন করব। যেহেতু স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেয়া হবে, তাই একসঙ্গে সব বর্ষের পরীক্ষা নেয়া সম্ভব নয়। ধাপে ধাপে সব বর্ষের পরীক্ষা নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় কোনো শিক্ষার্থীকে যদি সহযোগিতার প্রয়োজন হয় সেটাও আমরা করব।’

কেউ করোনা সংক্রমিত হলে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘একসঙ্গে কমপক্ষে ১০০ শিক্ষার্থীকে চিকিৎসা দেয়ার মত সক্ষমতা আমাদের আছে। আমাদের মেডিকেল টিমসহ সব কিছু প্রস্তুত আছে। তবে এমন যদি হয় বিশ্ববিদ্যালয় খোলা রাখা আর সম্ভব না, তখন অনলাইনে পরীক্ষা নেয়ার সক্ষমতাও আমাদের আছে।’

Tag :