ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মাছ চুরির অভিযোগে কুপিয়ে হত্যা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে।

 

যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

পুলিশ জানিয়েছে, মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

নিহত নসিব তালুকদার উপজলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদার ছেলে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানিয়েছেন, নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে নসিব তালুকদারের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের খবর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, নসিব তালুকদার ঘেরে মাছ চুরি করতে যান। এ সময় ‘চোর’ ‘চোর’ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নসিবের মৃত্যু হয়।

নসিব তালুকদারের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :

যশোরে মাছ চুরির অভিযোগে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

 

যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।

পুলিশ জানিয়েছে, মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

নিহত নসিব তালুকদার উপজলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদার ছেলে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানিয়েছেন, নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে নসিব তালুকদারের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের খবর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, নসিব তালুকদার ঘেরে মাছ চুরি করতে যান। এ সময় ‘চোর’ ‘চোর’ চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নসিবের মৃত্যু হয়।

নসিব তালুকদারের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সবুজদেশ/এসএএস