খুলনাঃ

খুলনায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি অতপর র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে যুবক। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লবনচরা থানাধীন ছোট বান্দা আমতলা এলাকায় অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মোঃ সোহেল(৩৮) । তিনি ছোট বান্দা আমতলা এলাকার বাসিন্দা।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ৬ অক্টোবর মো: সোহেল ও কামরুল ইসলাম নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে মোবাইলে মোসা: নিলুফা ইয়াসমিন নামে এক নারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদার টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। চাঁদার টাকা নিয়ে লবনচরা থানাধীন মহিরবাড়ি আরজু কালবাটের উপর একা আসতে বলে। কাউকে কিছু বলতে নিষেধ করে। ভিকটিম ভয়ে ছেলের জীবন রক্ষার্থে ১২ হাজার টাকা প্রদান করেন।

নিলুফা ইয়াসমিন পরে জানতে পারেন মোঃ সোহেল ও মোঃ কামরুল ইসলাম নামে কোন ব্যক্তি র‌্যাবের সদস্য নয়। পরে বাদী হয়ে হয়ে লবণচরা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় র‌্যাব ৬ এর অভিযানিক টিম লবনচরা থানাধীন ছোট বান্দা আমতলা এলাকায় অভিযান চালিয়ে চাদাবাজি মামলার আসামি মো: সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here