সবুজদেশ ডেস্কঃ

লকডাউনে রাস্তায় শুটিং করায় কজন শিল্পীকে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, পরিচালক নাসির উদ্দিন মাসুদ ১২ জনের মতো অভিনয়শিল্পী নিয়ে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিং করছিলেন। এ সময় প্রচুর ভিড় জমে যায়। পরে খিলগাঁও থানা পুলিশ তাদের নিয়ে আসে থানায়। এদের মধ্যে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। পুলিশ শুটিংয়ের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি। সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর যান।

তিনি বলেন, আমি ঘটনা শুনে থানায় ছুটে যাই, পরে মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনি। খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি-ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here