সবুজদেশ ডেস্কঃ

শিখন ঘাটতি পূরণকল্পে ২৬শে এপ্রিল পর্যন্ত মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের যুগ্মমহাসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাবজনিত কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২৬শে এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।

এই চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

সবুজদেশ/এস ইউ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here