যোগী আদিত্যনাথ - ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

তিনি ক্ষমতায় আসার আগে নিরাপদ ছিল না উত্তরপ্রদেশ। যেকোনো সময় রাস্তা থেকে ষাঁড়, মহিষ বা নারীদের তুলে নিয়ে যাওয়া হতো। এখন এসব নেই। এখন সকলেই নিরাপদে আছেন। লখনউয়ের কর্মিসভা থেকে এমন মন্তব্য করলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।

সোমবার বিজেপি’র সদর দফতরে একটি কর্মিসভায় যোগী বলতে শুরু করেন, ‘আগে আমাদের কর্মীরা প্রায়ই জিজ্ঞাসা করতেন, আমরা কি নিরাপদে থাকতে পারব। আমাদের মেয়ে, বোনেরা রাজ্যে নিরাপত্তার অভাব বোধ করতেন। একটি গরুর গাড়িও রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারত না।

তিনি মন্তব্যের মধ্যেই বলেন, এই সমস্যা বেশিরভাগ পশ্চিম উত্তরপ্রদেশে দেখা যেত। কিন্তু সেখানে এখন পরিস্থিতি পাল্টেছে বলেই মনে হচ্ছে তার। তিনি বলছেন, ‘এখন কি কেউ ষাঁড়, মহিষ বা নারীদের জোর করে তুলে নিতে যেতে পারে? পরিস্থিতি পাল্টায়নি? এর আগে কোনো সভ্য মানুষ রাতে রাস্তায় বের হতে ভয় পেতেন, এখন আর পান না, পরিস্থিতি অনেকটা পাল্টেছে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here