ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্বশরীরে পরীক্ষা নেবে ইবি, হল ও পরিবহন ফি মওকুফ

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

অনলাইনের পাশাপাশি স্বশরীরে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিভাগ চাইলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এ দিকে শিক্ষার্থীদের ২০২০-২০২১ অর্থ বছরের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

শনিবার স্বশরীরে পরীক্ষাগ্রহণ-সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর সাথে আমি সবসময় একমত পোষণ করে আসছি। যেহেতু তারা এ সময় হল ও পরিবহন সেবা পায়নি, তাই এক বছরের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। একইসাথে শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক স্বশরীরে পরীক্ষার নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে।’

এ বছরের ৯ জানুয়ারি হল ও পরিবহন ফি মওকুফের দাবিতে ছাত্র সমাবেশ ও ভিসি বরাবর স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। পরে ১৩ জানুয়ারি একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে সংগঠনটি। একই দাবিতে গত ২৮ জুন ও ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দেয়। এ ছাড়া গত ১ সেপ্টেম্বর একই দাবিতে ইবি প্রশাসন বরাবর স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সর্বশেষ ৪ সেপ্টেম্বর ভিসির কাছে ফি মওকুফের দাবি জানায় শাখা ছাত্রলীগ। ছাত্রসংগঠনগুলোর এ দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি মওকুফের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

About Author Information
আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
৩২৭ Time View

স্বশরীরে পরীক্ষা নেবে ইবি, হল ও পরিবহন ফি মওকুফ

আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১

সবুজদেশ ডেস্কঃ

অনলাইনের পাশাপাশি স্বশরীরে পরীক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিভাগ চাইলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে পারবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। এ দিকে শিক্ষার্থীদের ২০২০-২০২১ অর্থ বছরের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

শনিবার স্বশরীরে পরীক্ষাগ্রহণ-সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম জানান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর সাথে আমি সবসময় একমত পোষণ করে আসছি। যেহেতু তারা এ সময় হল ও পরিবহন সেবা পায়নি, তাই এক বছরের হল ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। একইসাথে শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক স্বশরীরে পরীক্ষার নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে।’

এ বছরের ৯ জানুয়ারি হল ও পরিবহন ফি মওকুফের দাবিতে ছাত্র সমাবেশ ও ভিসি বরাবর স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। পরে ১৩ জানুয়ারি একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে সংগঠনটি। একই দাবিতে গত ২৮ জুন ও ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দেয়। এ ছাড়া গত ১ সেপ্টেম্বর একই দাবিতে ইবি প্রশাসন বরাবর স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। সর্বশেষ ৪ সেপ্টেম্বর ভিসির কাছে ফি মওকুফের দাবি জানায় শাখা ছাত্রলীগ। ছাত্রসংগঠনগুলোর এ দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি মওকুফের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।