ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক (৬৬) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন এই বিএনপি নেতা।

আব্দুল খালেক কালিগঞ্জ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর কালিগঞ্জ বাসষ্ট্যান্ড মাঠে  জানাযা শেষ দাফন করা হবে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলার চৌবাড়ীয়া এলাকায় কমিউনিটি ক্লিনিকের জায়গায় মাপ-জরিপ ও শালিশী বৈঠক শেষ করে বিকেল ৪ টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে কুকাডাঙ্গা নামক স্থানে পিছন থেকে অপর আরেকটি মটর সাইকেলের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা প্রথমে কালিগঞ্জ হাসপাতালে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে খুলনা মেডিকেলে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ভাগ্নে বগুড়া টিএমএস মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক মো: আশরাফুজ্জামান জানান, মামা সৎ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি ছিলেন। জুম্মার নামাজের পর জানাযা শেষে দাফন করা হবে। বিদেহী আত্নার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।

Tag :

About Author Information
Update Time : ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
৩৪১ Time View

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

Update Time : ০৮:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক (৬৬) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন এই বিএনপি নেতা।

আব্দুল খালেক কালিগঞ্জ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর কালিগঞ্জ বাসষ্ট্যান্ড মাঠে  জানাযা শেষ দাফন করা হবে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা গেছে, কালিগঞ্জ উপজেলার চৌবাড়ীয়া এলাকায় কমিউনিটি ক্লিনিকের জায়গায় মাপ-জরিপ ও শালিশী বৈঠক শেষ করে বিকেল ৪ টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে কুকাডাঙ্গা নামক স্থানে পিছন থেকে অপর আরেকটি মটর সাইকেলের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা প্রথমে কালিগঞ্জ হাসপাতালে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে খুলনা মেডিকেলে আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ভাগ্নে বগুড়া টিএমএস মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক মো: আশরাফুজ্জামান জানান, মামা সৎ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তি ছিলেন। জুম্মার নামাজের পর জানাযা শেষে দাফন করা হবে। বিদেহী আত্নার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।