ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Reporter Name

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে সিনিয়র গাইনী কনস্যালটেন্ট ডা: আবু দাউদ খানের বাড়িতে ডাকাতির হয়েছে। বৃহষ্পতিবার দিনগত রাতে বাগেরহাট শহরের হাড়িখালী বটতলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল তার বাড়ির লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ সাড়ে চার লাখ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডা: আবু দাউদ খান গোপালগঞ্জের কোটালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র গাইনী কনস্যালটেন্ট এবং বাগেরহাট বিএমএর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. আবু দাউদের স্ত্রী চিতলমারী উপজেলার বঙ্গবন্ধু কলেজের শিক্ষক ইয়াসমিন সুলতানা বলেন, বৃহষ্পতিবার দিনগত রাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র মুখোসধারী ডাকাত দল বাড়ির নিচতলার পেছনের ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। ঘরে লোক ঢোকার শব্দ পেয়ে আমার স্বামী ও বৃদ্ধ শ^াশুড়ির ঘুম ভেঙ্গে যায়। এসময় ডাকাতদল বাড়ির দোতলায় উঠে আমার স্বামী ও শ^াশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ সাড়ে চার লাখ টাকা নগদ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, ডা. আবু দাউদ খানের বাড়িতে ডাকাত দল হানা নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই বাড়ির ডাকাতিতে পাঁচ থেকে ছয়জন অংশ নেয়। আমরা ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা নিশ্চিত হয়েছি। ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি। খুব শিগগির জড়িতদের ধরতে পারব বলে আশা করছেন ওই পুলিশ কর্মকর্তা।

Tag :

About Author Information
Update Time : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
৩৪৭ Time View

বাগেরহাটে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Update Time : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে সিনিয়র গাইনী কনস্যালটেন্ট ডা: আবু দাউদ খানের বাড়িতে ডাকাতির হয়েছে। বৃহষ্পতিবার দিনগত রাতে বাগেরহাট শহরের হাড়িখালী বটতলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দল তার বাড়ির লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ সাড়ে চার লাখ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডা: আবু দাউদ খান গোপালগঞ্জের কোটালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র গাইনী কনস্যালটেন্ট এবং বাগেরহাট বিএমএর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. আবু দাউদের স্ত্রী চিতলমারী উপজেলার বঙ্গবন্ধু কলেজের শিক্ষক ইয়াসমিন সুলতানা বলেন, বৃহষ্পতিবার দিনগত রাত সাড়ে তিনটা থেকে চারটার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র মুখোসধারী ডাকাত দল বাড়ির নিচতলার পেছনের ঘরের লোহার গেটের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। ঘরে লোক ঢোকার শব্দ পেয়ে আমার স্বামী ও বৃদ্ধ শ^াশুড়ির ঘুম ভেঙ্গে যায়। এসময় ডাকাতদল বাড়ির দোতলায় উঠে আমার স্বামী ও শ^াশুড়িকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ সাড়ে চার লাখ টাকা নগদ টাকা ও সাড়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ প্রায় নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, ডা. আবু দাউদ খানের বাড়িতে ডাকাত দল হানা নিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ওই বাড়ির ডাকাতিতে পাঁচ থেকে ছয়জন অংশ নেয়। আমরা ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা নিশ্চিত হয়েছি। ফুটেজ সংগ্রহ করে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি। খুব শিগগির জড়িতদের ধরতে পারব বলে আশা করছেন ওই পুলিশ কর্মকর্তা।