ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে শেষ হচ্ছে লালন স্মরণোৎসব

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিনদিনের লালন স্মরণোৎসব আজ মধ্যরাতে শেষ হচ্ছে। রোববার সন্ধ্যায় শুরু হয় তিনদিনের লালন স্মরণোৎসব। সোমবার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হলেও উৎসবের সমাপ্তি ঘটবে আজ মধ্যরাতে।

মঙ্গলবার বিকেলে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুভক্ত আর দর্শনার্থীরা অনেকেই নিজ নিজ ধামে ফিরলেও সাঁইজির ধাম ছেড়ে যেন যেতে চাইছেন না অনেকেই। তাইতো উৎসবের অন্তিমলগ্নে আবেগমাখা হৃদয়ে ফিরে যাবেন নিজ নিজ ধামে। অদৃশ্যটানে ছুটে আসা এসব বাউল সাধুভক্তরা আসেন সাঁইজির সান্নিধ্য পেতে। বড় একটি সময় সাঁইজির ধামে আগত অগনিত বাউল সাধুদের ভাবের আদান প্রদানে মেলে পার্থিব সুখের ঠিকানা। আর তাইতো আগামী দোল উৎসবে পুনরায় ছুটে আসার বাসনা তাদের।

অবশ্য দর্শনার্থীরা খুঁশি আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের পুণ্যভুমিতে এসে। তবে করোনা ঝুঁকির কারনে উৎসব আয়োজন কিছুটা শিথিল করা হয়েছে। উৎসবের প্রতিদিনিই সন্ধ্যায় নিয়মিত আলোচনা অনুষ্ঠান থাকলেও করোনা ঝুঁকির কারনে তা আজ স্থগিত করা হয়েছে। তবে অবশ্য কালীনদীর পাড়ে গ্রামীন মেলা আর বাউল শিল্পীদের কন্ঠে লালন সঙ্গীতের আসর চলবে মধ্য রাত পর্যন্ত।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন বলেন, প্রতিবারের ন্যায়ে এবারও সাধু-গুরু ও বাউলদের থাকা খাওয়ার সকল ব্যবস্থা করা হয়েছিল। করোনা ঝুঁকির কারনে স্মরণোৎসরের আলোচনাসভা তা আজ স্থগিত করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

Tag :

About Author Information
Update Time : ০৭:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
২৫৮ Time View

মধ্যরাতে শেষ হচ্ছে লালন স্মরণোৎসব

Update Time : ০৭:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে তিনদিনের লালন স্মরণোৎসব আজ মধ্যরাতে শেষ হচ্ছে। রোববার সন্ধ্যায় শুরু হয় তিনদিনের লালন স্মরণোৎসব। সোমবার দুপুরে পুণ্যসেবার মধ্য দিয়ে সাধুসঙ্গ শেষ হলেও উৎসবের সমাপ্তি ঘটবে আজ মধ্যরাতে।

মঙ্গলবার বিকেলে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধুভক্ত আর দর্শনার্থীরা অনেকেই নিজ নিজ ধামে ফিরলেও সাঁইজির ধাম ছেড়ে যেন যেতে চাইছেন না অনেকেই। তাইতো উৎসবের অন্তিমলগ্নে আবেগমাখা হৃদয়ে ফিরে যাবেন নিজ নিজ ধামে। অদৃশ্যটানে ছুটে আসা এসব বাউল সাধুভক্তরা আসেন সাঁইজির সান্নিধ্য পেতে। বড় একটি সময় সাঁইজির ধামে আগত অগনিত বাউল সাধুদের ভাবের আদান প্রদানে মেলে পার্থিব সুখের ঠিকানা। আর তাইতো আগামী দোল উৎসবে পুনরায় ছুটে আসার বাসনা তাদের।

অবশ্য দর্শনার্থীরা খুঁশি আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁইয়ের পুণ্যভুমিতে এসে। তবে করোনা ঝুঁকির কারনে উৎসব আয়োজন কিছুটা শিথিল করা হয়েছে। উৎসবের প্রতিদিনিই সন্ধ্যায় নিয়মিত আলোচনা অনুষ্ঠান থাকলেও করোনা ঝুঁকির কারনে তা আজ স্থগিত করা হয়েছে। তবে অবশ্য কালীনদীর পাড়ে গ্রামীন মেলা আর বাউল শিল্পীদের কন্ঠে লালন সঙ্গীতের আসর চলবে মধ্য রাত পর্যন্ত।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন বলেন, প্রতিবারের ন্যায়ে এবারও সাধু-গুরু ও বাউলদের থাকা খাওয়ার সকল ব্যবস্থা করা হয়েছিল। করোনা ঝুঁকির কারনে স্মরণোৎসরের আলোচনাসভা তা আজ স্থগিত করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।