ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্থানী পন্থীদের সাতক্ষীরার মাটিতে ঠাঁই নেই

Reporter Name

সাতক্ষীরা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তিনি ছিলেন সর্বকালের সেরা মানব। মহৎ ব্যক্তিত্বের অধিকারী এই মহামানবের আদর্শকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। তিনি যেমন দেশ প্রেমিক ছিলেন তেমনি তারই কন্যা শেখ হাসিনাও একজন খাটি দেশ প্রেমিক। সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ স্মৃতি ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ফ.ম মোজাম্মেল হক এমপি।

তিনি বলেন, বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা গরীবের টাকা আত্মসাৎ করেছেন। দেশের সম্পদ লুটপাট করেছেন। এতিমের টাকা মেরে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে আছেন। তার ছেলেও এখন পলাতক।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ১৩ তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্পকাপ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠাণে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী স.ম রেজাউল করিম।

বক্তব্য তিনি বলেন, পাকিস্থানী পহ্নিদের সাতক্ষীরার মাটিতে জায়গা হবে না। এদের দোসরদের শাস্তির জন্য কাজ করছে সরকার। আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীদের এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কঠোর অবস্থান নিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর যেন সাতক্ষীরার মাটিতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য খেয়াল রাখতে হবে।

অতিথিদের সঙ্গে সাতক্ষীরায় আসেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। ক্রিকেটার রুবেল হোসেন তার বক্তব্যে বলেন, সাতক্ষীরার মাটি ক্রিকেটারদের জন্য উর্বর ভূমি। সৌম্য, মোস্তাফিজ জাতীয় দলের হয়ে দেশের জন্য ভূমিকা রাখছেন। খেলাধূলার মাধ্যমে সাতক্ষীরা সুনাম বৃদ্ধি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় প্রীতিম্যাচে অংশ গ্রহন করে সাতক্ষীরার শেখ রাসেল ক্লাব ও সাতক্ষীরা একাদশ। আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টায় শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম গণমুখী সংঘের মধ্য দিয়ে টুনামেন্টের মূল খেলা শুরু হবে।

Tag :

About Author Information
Update Time : ০৫:২১:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
২৮৪ Time View

পাকিস্থানী পন্থীদের সাতক্ষীরার মাটিতে ঠাঁই নেই

Update Time : ০৫:২১:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০

সাতক্ষীরা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তিনি ছিলেন সর্বকালের সেরা মানব। মহৎ ব্যক্তিত্বের অধিকারী এই মহামানবের আদর্শকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। তিনি যেমন দেশ প্রেমিক ছিলেন তেমনি তারই কন্যা শেখ হাসিনাও একজন খাটি দেশ প্রেমিক। সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ স্মৃতি ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ফ.ম মোজাম্মেল হক এমপি।

তিনি বলেন, বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তারা গরীবের টাকা আত্মসাৎ করেছেন। দেশের সম্পদ লুটপাট করেছেন। এতিমের টাকা মেরে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে আছেন। তার ছেলেও এখন পলাতক।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ১৩ তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্পকাপ ক্রিকেট টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠাণে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী স.ম রেজাউল করিম।

বক্তব্য তিনি বলেন, পাকিস্থানী পহ্নিদের সাতক্ষীরার মাটিতে জায়গা হবে না। এদের দোসরদের শাস্তির জন্য কাজ করছে সরকার। আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীদের এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কঠোর অবস্থান নিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর যেন সাতক্ষীরার মাটিতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য খেয়াল রাখতে হবে।

অতিথিদের সঙ্গে সাতক্ষীরায় আসেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। ক্রিকেটার রুবেল হোসেন তার বক্তব্যে বলেন, সাতক্ষীরার মাটি ক্রিকেটারদের জন্য উর্বর ভূমি। সৌম্য, মোস্তাফিজ জাতীয় দলের হয়ে দেশের জন্য ভূমিকা রাখছেন। খেলাধূলার মাধ্যমে সাতক্ষীরা সুনাম বৃদ্ধি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় প্রীতিম্যাচে অংশ গ্রহন করে সাতক্ষীরার শেখ রাসেল ক্লাব ও সাতক্ষীরা একাদশ। আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টায় শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম গণমুখী সংঘের মধ্য দিয়ে টুনামেন্টের মূল খেলা শুরু হবে।