ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যমুনা টিভির ক্যামেরা পার্সনের উপর হামলা, আটক-২

Reporter Name

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন ইরফান রানার উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকায় সংবাদ সংগ্রহের চিত্রধারণ কালে তার উপর হামলা চালায় কয়েকজন ভূমি দস্যুরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বারখাদা ত্রিমোহনী এলাকায় কয়েকজনের ব্যক্তি মালিকানা জায়গায় জোরপূর্বক বালি ফেলে কতিপয় ব্যক্তির বাড়ি থেকে বেরোনোর পথ বন্ধ করে দেওয়ার চেষ্টাসহ তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এমন সংবাদের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে ছুটে যাই যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন ইরফান রানা।

ঘটনাস্থলে পৌঁছে বালি ফেলে জায়গা দখলের স্থানটি ক্যামেরায় ধারণকালে কয়েকজন সন্ত্রাসী এসে কিছু বুঝে ওঠার আগেই ক্যামেরাপার্সনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় ক্যামেরা ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে ক্যামেরাটি আছড়ে ভেঙ্গে ফেলা হয়। ঘটনার পর পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে। আটককৃতরা হলেন বিল্লাল ও রাকিব। তারা দুজনই একই এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া মডেল থানার ওসি(তদন্ত) আননান যায়েদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাকর্মীরা।

Tag :

About Author Information
Update Time : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
৬৭২ Time View

কুষ্টিয়ায় যমুনা টিভির ক্যামেরা পার্সনের উপর হামলা, আটক-২

Update Time : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন ইরফান রানার উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া শহরতলীর বারখাদা ত্রিমোহনী এলাকায় সংবাদ সংগ্রহের চিত্রধারণ কালে তার উপর হামলা চালায় কয়েকজন ভূমি দস্যুরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বারখাদা ত্রিমোহনী এলাকায় কয়েকজনের ব্যক্তি মালিকানা জায়গায় জোরপূর্বক বালি ফেলে কতিপয় ব্যক্তির বাড়ি থেকে বেরোনোর পথ বন্ধ করে দেওয়ার চেষ্টাসহ তাদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করে কয়েকজন সন্ত্রাসী। এমন সংবাদের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনে ঘটনাস্থলে ছুটে যাই যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন ইরফান রানা।

ঘটনাস্থলে পৌঁছে বালি ফেলে জায়গা দখলের স্থানটি ক্যামেরায় ধারণকালে কয়েকজন সন্ত্রাসী এসে কিছু বুঝে ওঠার আগেই ক্যামেরাপার্সনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় ক্যামেরা ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে ক্যামেরাটি আছড়ে ভেঙ্গে ফেলা হয়। ঘটনার পর পুলিশ এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে। আটককৃতরা হলেন বিল্লাল ও রাকিব। তারা দুজনই একই এলাকার বাসিন্দা।

কুষ্টিয়া মডেল থানার ওসি(তদন্ত) আননান যায়েদ জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাকর্মীরা।