ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিম্ম আয়ের মানুষের দ্বারে দ্বারে খাবার পৌছে দিচ্ছেন শৈলকুপার ইউএনও

Reporter Name

ঝিনাইদহ:

শৈলকুপার পৌর এলাকার আউশিয়ার রেঞ্জু। স্বামী স্ত্রী দুজনই প্রতিবন্ধী। স্ত্রী বাক প্রতিবন্ধী স্বামী শারীরিক। অন্যের যায়গায় বসবাস। মটর চালিত ভ্যান চালিয়ে সংসার চলে। রাস্তা ঘাটে কোন লোক না থাকায় না খেয়ে থাকার উপক্রম। হঠাৎ শনিবার সকাল ১০ টায় ইউএনও নিজ হাতে তার দরজায় চাল, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌছে দেওয়ায় তার স্বস্তির নি:শ্বাস।

শুধু রেঞ্জুই না কুমার নদের চর এলাকা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দিন আনে দিন খায় এমন পরিবারে খাবার পৌছে দিচ্ছেন বলে দেখা যায়। সব রকম সহযোগীতা করছেন সেনাবাহনীর একটি টিম। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের চর এলাকায় ও আউশিয়াতে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যারা একেবারেই অসহায়। একদিন কাজ না করলে পরের দিন আর খাবার থাকে না। হাট বাজার বিভিন্ন জায়গায় কাজ করে যাদের সংসার চলে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন। সেখানে কার থেকে কে গরীব বেশী। এলাকার মানুষ দিয়ে যাচাই করে তাদের দরজায় চাল, ডাল, আলু, তেল, পিয়াজ সহ কয়েকদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিচ্ছি। যতদিন দেশের অবস্থা স্বাভাবিক না হবে ততদিন শৈলকুপার খেটে খাওয়া নিন্ম আয়ের একটি মানুষকেও তিনি না খেয়ে থাকতে দিবেন না বলে আশা প্রকাশ করেন।

Tag :

About Author Information
Update Time : ১২:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
৩৮২ Time View

নিম্ম আয়ের মানুষের দ্বারে দ্বারে খাবার পৌছে দিচ্ছেন শৈলকুপার ইউএনও

Update Time : ১২:০৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০

ঝিনাইদহ:

শৈলকুপার পৌর এলাকার আউশিয়ার রেঞ্জু। স্বামী স্ত্রী দুজনই প্রতিবন্ধী। স্ত্রী বাক প্রতিবন্ধী স্বামী শারীরিক। অন্যের যায়গায় বসবাস। মটর চালিত ভ্যান চালিয়ে সংসার চলে। রাস্তা ঘাটে কোন লোক না থাকায় না খেয়ে থাকার উপক্রম। হঠাৎ শনিবার সকাল ১০ টায় ইউএনও নিজ হাতে তার দরজায় চাল, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌছে দেওয়ায় তার স্বস্তির নি:শ্বাস।

শুধু রেঞ্জুই না কুমার নদের চর এলাকা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দিন আনে দিন খায় এমন পরিবারে খাবার পৌছে দিচ্ছেন বলে দেখা যায়। সব রকম সহযোগীতা করছেন সেনাবাহনীর একটি টিম। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের চর এলাকায় ও আউশিয়াতে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যারা একেবারেই অসহায়। একদিন কাজ না করলে পরের দিন আর খাবার থাকে না। হাট বাজার বিভিন্ন জায়গায় কাজ করে যাদের সংসার চলে। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন। সেখানে কার থেকে কে গরীব বেশী। এলাকার মানুষ দিয়ে যাচাই করে তাদের দরজায় চাল, ডাল, আলু, তেল, পিয়াজ সহ কয়েকদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দিচ্ছি। যতদিন দেশের অবস্থা স্বাভাবিক না হবে ততদিন শৈলকুপার খেটে খাওয়া নিন্ম আয়ের একটি মানুষকেও তিনি না খেয়ে থাকতে দিবেন না বলে আশা প্রকাশ করেন।