ঢাকা ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যরাতে হতদরিদ্রদের হাসি ফোঁটালেন এসপি আশরাফ

Reporter Name

জাহিদ হাসান, যশোরঃ

রাত পৌনে ৩টার দিকে যশোর শহরের ইসহাক সড়কের দরিদ্র পল্লীর এক বাড়িতে দরজায় কড়া নাড়লে আচমকা ভয়ে লাফিয়ে উঠেন রিকশাচালক হামিদ গাজী (৫৬)। তখনই বাইরে থেকে বললেন, প্লিজ ভয় পাবেন না, আমি আপনাদের জেলার এসপি। আপনাদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এসেছি। তবুও ভয়েভয়ে দরজা খুলে দেখেন  সত্যিই  স্বয়ং এসপিসহ পুলিশ কর্মকর্তারা প্যাকেট ভর্তি খাদ্যদ্রব্য নিয়ে হাজির হয়েছেন।

হামিদ গাজী ও তার স্ত্রী প্যাকেট খুলে দেখলেন তাতে চাল, ডাল, তেল এবং সাবান রয়েছে। এ সময় আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘যে পুলিশের ভয়ে থাকি, সেই পুলিশ এই দুর্দিনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এসপি স্যারের প্রতি আল্লাহর কাছে দোয়া রইলো। শুধুমাত্র হামিদ গাজী নন, এসপি মুহাম্মদ আশরাফ হোসেন খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন হামিদ গাজীর মতো আরো ২৫০ জন হতদরিদ্র।

শনিবার দিবাগত রাতে শহরের শংকরপুর এলাকায় সারারাত ঘুরে ২৫০ টি দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করলেন যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। এসময় পুলিশ কর্মকর্তারা তাকে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দেন।

যশোরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, নভেল করোনা ভাইরাসে সৃষ্ট লকডাউনের কারণে সমাজে খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে জেলা পুলিশের নিজ উদ্যোগেই তাদের পাশে দাঁড়িয়েছি।  তিনি আরো বলেন, অসহায় মানুষদের পাশে থাকা অতি আনন্দের। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এ কার্যক্রম চলতে থাকবে।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. গোলাম রব্বানী শেখ, (খ-সার্কেল) জামাল আল-নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. অপু সরোয়ার প্রমুখ।

Tag :

About Author Information
Update Time : ০৯:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
৩০১ Time View

মধ্যরাতে হতদরিদ্রদের হাসি ফোঁটালেন এসপি আশরাফ

Update Time : ০৯:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০

জাহিদ হাসান, যশোরঃ

রাত পৌনে ৩টার দিকে যশোর শহরের ইসহাক সড়কের দরিদ্র পল্লীর এক বাড়িতে দরজায় কড়া নাড়লে আচমকা ভয়ে লাফিয়ে উঠেন রিকশাচালক হামিদ গাজী (৫৬)। তখনই বাইরে থেকে বললেন, প্লিজ ভয় পাবেন না, আমি আপনাদের জেলার এসপি। আপনাদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এসেছি। তবুও ভয়েভয়ে দরজা খুলে দেখেন  সত্যিই  স্বয়ং এসপিসহ পুলিশ কর্মকর্তারা প্যাকেট ভর্তি খাদ্যদ্রব্য নিয়ে হাজির হয়েছেন।

হামিদ গাজী ও তার স্ত্রী প্যাকেট খুলে দেখলেন তাতে চাল, ডাল, তেল এবং সাবান রয়েছে। এ সময় আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘যে পুলিশের ভয়ে থাকি, সেই পুলিশ এই দুর্দিনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এসপি স্যারের প্রতি আল্লাহর কাছে দোয়া রইলো। শুধুমাত্র হামিদ গাজী নন, এসপি মুহাম্মদ আশরাফ হোসেন খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন হামিদ গাজীর মতো আরো ২৫০ জন হতদরিদ্র।

শনিবার দিবাগত রাতে শহরের শংকরপুর এলাকায় সারারাত ঘুরে ২৫০ টি দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করলেন যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। এসময় পুলিশ কর্মকর্তারা তাকে করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার পরামর্শ দেন।

যশোরের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, নভেল করোনা ভাইরাসে সৃষ্ট লকডাউনের কারণে সমাজে খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষের অসহায়ত্বের কথা চিন্তা করে জেলা পুলিশের নিজ উদ্যোগেই তাদের পাশে দাঁড়িয়েছি।  তিনি আরো বলেন, অসহায় মানুষদের পাশে থাকা অতি আনন্দের। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের এ কার্যক্রম চলতে থাকবে।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. গোলাম রব্বানী শেখ, (খ-সার্কেল) জামাল আল-নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. অপু সরোয়ার প্রমুখ।