নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে তিন দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী উৎসবে অংশ নিয়ে ক্যাডেটদের সু-নাগরিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজে অধ্যানয়নকালে নানা স্মৃতিচারণ করেন।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) ৩ দিন ব্যাপী কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সেনা বাহিনী প্রধান ।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের প্যারেড গ্রাউন্ডে মার্চপাস্টে অংশ নেয় বর্তমান ক্যাডেটদের ৩টি দল এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি দল। বর্তমান ও প্রাক্তণ ক্যাডেটদের সালাম গ্রহণ করেন সেনা বাহিনী প্রধান।
তিন দিনব্যাপী উৎসবে পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, প্রীতি ফুটবল ম্যাচ ও প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকছে। আগামী ২৮ জানুয়ারি বিকেলে সমাপনী পর্বের মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের পর্দা নামবে।
পুর্নমিলনী অনুষ্ঠানে কলেজের প্রায় ৩ হাজার প্রাক্তন ক্যাডেট, শিক্ষক-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অনুষদ সদস্য এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।