নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে তিন দিনব্যাপী ১৩তম পুনর্মিলনী উৎসবে অংশ নিয়ে ক্যাডেটদের সু-নাগরিক ও দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান সেনা প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজে অধ্যানয়নকালে নানা স্মৃতিচারণ করেন।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) ৩ দিন ব্যাপী কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ সেনা  বাহিনী প্রধান ।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের প্যারেড গ্রাউন্ডে মার্চপাস্টে অংশ নেয় বর্তমান ক্যাডেটদের ৩টি দল এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি দল। বর্তমান ও প্রাক্তণ ক্যাডেটদের সালাম গ্রহণ করেন সেনা  বাহিনী প্রধান।

তিন দিনব্যাপী উৎসবে পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, প্রীতি ফুটবল ম্যাচ ও প্রতিদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকছে। আগামী ২৮ জানুয়ারি বিকেলে সমাপনী পর্বের মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের পর্দা নামবে।

পুর্নমিলনী অনুষ্ঠানে কলেজের প্রায় ৩ হাজার প্রাক্তন ক্যাডেট, শিক্ষক-কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অনুষদ সদস্য এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here