শিরোনাম:
কালীগঞ্জে ওয়ারেণ্টের আসমী স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জে রবিউল ইসলাম ও রীনা খাতুন নামের দুই ওয়ারেণ্টের আসমীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। রোববার রাতে পৌরসভার শিবনগর দাস পাড়ার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন শিবনগর দাস পাড়ার বিশাত আলীর ছেলে রবিউল ইসলাম ও তার স্ত্রী রীনা খাতুন।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুছ আলী জানান, রবিউল ইসলাম ও রীনা খাতুন দুই জন স্বামী-স্ত্রী। ২০১০ সালের কালীগঞ্জ থানার ২৩২ নং মামলার ওয়ারেণ্টের আসামী। রোববার রাতে এসআই অমিত দাসের নেতৃতে¦ কালীগঞ্জ থানার পুলিশ অভিযানা চালিয়ে পৌরসভার শিব নগর দাস পাড়া নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম ও তার স্ত্রী রীনা খাতুনকে সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :