কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় র্যাবের অভিযানে ৭শ বোতল ফেন্সিডিল ও এক যুবক আটক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে র্যাব অভিযান চালিয়ে ৭শ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ ভ্যানসহ ফিরোজ মোল্লা (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব । আজ রোববার সকালে তাকে মাদক ও পিকআপসহ আটক করা হয়। আটককৃত ফিরোজ মোল্লা ফরিদপুর জেলার ভাটিকানাইপুর গ্রামের ফজলু মোল্লার ছেলে। ঝিনাইদহ র্যাবের মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব আজ রোববার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ফিরোজ মোল্লাকে আটক করে। এ সময় তার সাথে থাকা পিকআপ ভর্তি ৭শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
Tag :