খালেদার মুক্তি দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ
সবুজদেশ ডেক্সঃ খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ করেছে অঙ্গরাজ্য বিএনপি।
সোমবার সন্ধ্যায় এ সমাবেশ হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়।
উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে এই সমাবেশ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করা হয়।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া। পরিচালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন স্টেট বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম অপু, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর প্রমুখ।
Tag :