শিরোনাম:
গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব মোশারফ
গাজীপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব হিসেবে কাউন্সিলর মো. মোশারফ হোসেন দুলালকে নিযুক্ত করা হয়েছে।
শুক্রবার গাজীপুর সেন্টাল পাবলিক কলেজে অনুষ্ঠিত মহানগর আহ্বায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সদস্য সচিব নিযুক্ত করা হয়। এছাড়া অ্যাডভাকেট মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট মাহবুব আলম মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এরশাদের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির পবনচন্দ ঘোষ, বারেক ভাণ্ডারী, সাইদুর রহমান শাহীন, আবদুস সামাদ, মো. বারী মাস্টার, জামাল উদ্দিন, মো. বজলুর রহমান, জাকির হোসেন, হাসান সারোয়ার সুজন, অ্যাডভোকেট আবু তালেব মানিক, মো. তসলিম উদ্দিন, মোসারফ হোসেন সরকার, জাহিরুল ইসলাম সরকার, মো. হারুন অর রশিদ, আইনাল মিয়া, হাজী আবদুর রশিদ, আশরাফুল প্রমুখ।
Tag :