চুল কালো ও উজ্জ্বল করতে পারে আমলকী। এতে আছে ভিটামিন সি এবং কোলাজেন বৃদ্ধিকারী উপাদান। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। শুধু তা ই নয় এই ফল চুলের গোড়া সুস্থ রাখে।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে এসব প্রতিষ্ঠিত তথ্য নিয়ে আমলকী দিয়ে তেল তৈরি পদ্ধতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে তেল তৈরির পদ্ধতি দেওয়া হল।
আমলকীর তেল তৈরি করতে প্রয়োজন আমলকীর গুঁড়া। যা বিভিন্ন দোকান থেকে কিনতে পাওয়া যায়। তবে শতভাগ প্রাকৃতিক উপাদান চাইলে নিজেই আমলকী শুকিয়ে গুঁড়া করে নিন। এজন্য আমলকী ছোট ছোট করে কেটে রোদে শুকাতে দিন।
গুঁড়া করতে গ্রাইন্ডায় ব্যবহার করুন। এরপর নারিকেল তেলে আমলকীর গুঁড়া মিশিয়ে গরম করুন। ধীরে ধীরে তেল বাদামি রং হবে। পাত্র থেকে তেল আলাদা করে ঠান্ডা হতে দিন।
ঠাণ্ডা হয়ে আসলে ছেঁকে পরিষ্কার তেল সংরক্ষণ করুন। এটাই ব্যবহার উপযোগী তেল।
উপকারিতাআমলকীর তেল নতুন ও সতেজ চুল গজাতে সাহায্য করে।
অকালপক্কতা দূর করে।
এর ভিটামিন সি চুল পড়া কমায় এবং নিয়মিত ব্যবহারে চুলের সংক্রমণ দূর করে।