সবুজদেশ ডেক্মঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক সেবী বহু অপকর্মের হোতা মটর সাইকেল মেকার আনিসুর রহমান আনিস (৪০) কে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে।আটক আনিসুর রহমান আনিস  কার্পাসডাঙ্গা মাঝ পাড়ার মৃত মইন উদ্দীনের ছেলে।

জানাগেছে,  বৃহস্পতিবার সন্ধা ৬ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা বাজারের কাষ্টম মোড়ে “আনিসুর ইন্জিনিয়ারিং ওয়ার্কসপে” অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা সহ ওয়ার্কসপের মালিক মটর সাইকেল মেকার আনিসুর রহমান অানিসকে গ্রেফতার করে।এ ঘটনায় জেলা গোয়েদা  পুলিশ অানিসের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক  বৃহস্পতিবার রাতেই দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন মটর সাইকেল মেকার আনিস এলাকার একজন চিহ্নিত মাদক সেবী  এলাকার আরো কয়েকজন যুবককে নিয়ে সংঘ বদ্ধ ভাবে মাদক সেবন করে বলেজানা যাই এলাকাবাসি মনে করেন যে চিহ্নিত মাদক সেবীর আনিসুরে  কারনে আমাদের যুবসমাজকে নষ্ট করছে 

আনিস এর আগেও কয়েক বার মাদক সহ আটক হয়।প্রতিবারই জামিনে বাহিরে এসে আবার আবাধে মাদক স্রেবন শুরু করে।যার কারনে এলাকার যুবসমাজ ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।আনিসের আবশ্যই কঠোর শাস্তি হওয়া দরকার।

আল মামুন সোহাগ
চায়াডাঙ্গা প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here