শিরোনাম:
চুয়াডাঙ্গা জেলা পরিষদ পিছিয়ে পড়া নারীদের ৪২ সেলাই মেশিন প্রদান করেন
সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গা জেলা পরিষদ রাজস্ব খাত থেকে পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে ৪২ জন নারীকে ৪২টি সেলাই মেশিন প্রদান করেছে। বুধবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন এসব নারীদের মাঝে সেলাই মেশিনগুলো বিতরণ করেন। সেলাই মেশিনগুলোর মূল্য ৩ লাখ টাকা।
অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম ও প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারী রাজীব হাসান কচি এবং সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও শাহ আলম সনি, সাংবাদিক তছিরুল আলম মালিক ডিউক ও রিফাত রহমান উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান মোল্লা, খলিলুর রহমান, আসাবুল হক, রকিবুল হাসান, সিরাজুল ইসলাম, শফিউল কবির, শফিউল আলম নান্নু, নুরুন্নাহার কাকলি, হাছিনা খাতুন, কাজল রেখা ও মিতা খাতুন এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর উপস্থিত ছিলেন।
৪২ নারী সেলাই মেশিন গ্রহীতারা হলেন, চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়ার শিরিণ শিলা, বোয়ালিয়া গ্রামের সুসরাত জাহান শান্তনা, বগাদী গ্রামের মুসলিমা খাতুন, হাতিভাঙ্গা গ্রামের রোকেয়া বেগম, মনোহরপুর গ্রামের মাহফুজা থাতুন, কুলপালা গ্রামের আনোয়ারা বেগম, নীলমনিগঞ্জ গ্রামের তাছলিমা খাতুন, ফার্মপাড়ার মাসুমা খাতুন, এরশাদপুরের কল্পনা খাতুন, মধুপুর দাসপাড়ার নমিতা রাণী বিশ্বাস,সাতগাড়ীর জাহানারা বেগম, বড়বোয়ালিয়া গ্রামের শাহিনুর খাতুন, শালিখা গ্রামের লাভলী খাতুন, সাড়াবাড়িয়া গ্রামের আনতানুর খাতুন, দশমী গ্রামের রমজানী খাতুন, চারুলিয়া গ্রামের পারভিনা খাতুন, গঙ্গাদাসপুর গ্রামের মমতাজ খাতুন, হাসাদহ জাফরাবাজপাড়ার আঙ্গুরা খাতুন, কাশিপুর গ্রামের মোছা: ডলি, রেলপাড়ার জাহানারা বেগম, সিএন্ডবিপাড়ার শারমিন আক্তার, শান্তিপাড়ার আবুল কাশেম, দোৗলদিয়াড় কোরিয়াপড়ার ডলি খাতুন, ভালাইপুরের রোজিনা শহিন বিউটি, উথলী গ্রামের কাকলী খাতুন, আলমডাঙ্গা থানাপাড়ারর আসমা খাতুন ও শিলা খাতুন, আলমডাঙ্গার ময়না খাতুন, বটিয়াপাড়ার রুপালী খাতুন, সবুজপাড়ার নাজমা খাতুন, চেংগাড়ার নাছিমা খাতুন, আসাননগরের হাজেরা খাতুন, বড়গাংনী গ্রামের রাখি খাতুন, বাবুপাড়ার শাহানাজ খাতুন, বনতিয়রবিলা গ্রামের সাবিনা ইয়াসমিন, বাদেমাজু গ্রামের মাফুজা খাতুন, ভাংবাড়িয়া গ্রামের রুমকি খাতুন, আলমডাঙ্গা স্টেশনপাড়ার শারমিন আক্তার ও পূর্বপাড়া নওদা দূর্গাপুর গ্রামের নিশি খাতুনকে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হলো। সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে পরিবার ও সমাজ উন্নয়নে নারীরা অবদান রাখবে বলে আশা করি। জেলা পরিষদ যাদেরকে সেলাই প্রদান করলো তারা কিভাবে কাজে লাগাচ্ছে সেদিকে মনিটরিং করা হবে । বলে জানিয়ে ছেন।
আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Tag :