শিরোনাম:
ঝিনাইদহে কোটচাঁদপুরে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার জালালপুর গ্রামে মীম খাতুন (৮) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মীম উপজেলার জালালপুর গ্রামের খোকা সর্দ্দারের কন্যা ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ওই গ্রামের মসিয়ার সর্দ্দারের পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কোটচাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার সাহা জানান, সন্ধার পর থেকে মীম নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে মসিয়ার সর্দ্দারের পরিত্যক্ত বাড়ি থেকে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওযা হবে।
Tag :