ঢাকায় জেএমবির চার সদস্য গ্রেপ্তার
রাজধানী ঢাকার আবদুল্লাহপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
ডিএমপি কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গতকাল রোববার রাতে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
Tag :