নিহত মো. রাশেদুল বাশার (৩৪) চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ভাগ্নে।
ইকরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে ব্যাংকংয়ের একটি সুইমিং পুলে গোসল করতে নামার পর ডুবে যান রাশেদুল।
“বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রাশেদুল সাঁতার জানত না। গত ৬ মে বৃত্তি নিয়ে এক বছরের প্রশিক্ষণে থাইল্যান্ড গিয়েছিল। তার স্ত্রী দেশে থাকে। তাদের কোনো সন্তানাদি নেই।”
রাশেদুল চাঁদপুর সদর উপজেলার লালদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আইনজীবী আবুল বাশার তালুকদারের ছেলে।
বৃহস্পতিবার লাশ উড়োজাহাজে করে চট্টগ্রামে আনা হবে জানিয়ে ইকরাম বলেন, রাশেদুলের মা মোহছেনা বেগম গৃহিণী। বড় বোন কামরুন্নাহার রুমি মুখ্য বিচারিক হাকিম হিসেবে চট্টগ্রামে দায়িত্ব পালন করছেন। অন্য বোন শামসুন্নাহার ঝুমা চাঁদপুর গণপূর্ত বিভাগে প্রকৌশলী হিসেবে আর ভাই মন্জুরুল বাশার শাহজালাল ইসলামী ব্যাংকে চাকরি করছেন।