শিরোনাম:
দামুড়হুদা দর্শনা বি জি বি প্রায় ২৮ কেজি রুপা ওমোটর সাইকেলসহ পারকৃষ্টপুরের খাইরুল মেম্বার আটক
আল মামুন সোহাগ (চুয়াডাঙ্গা প্রতিনিধি): চুয়াডাঙ্গা, দামুড়হুদা, দর্শনা বাড়াদি ক্যাম্পের বি জি বি প্রায় ২৮ কেজি রুপাওমোটর সাইকেলসহ পারকৃষ্টপুরের খাইরুল মেম্বারকে আটক আটক করেছে।আটকৃত খাইরুল মেম্বার পারকৃষ্টপুরের মোজাহারুলের
ছেলে।রবিবার সকাল সাড়ে সাতটার সময় তাকে আটক করে।বিজিবি সৃত্রে জানাযায়, রবিবার সকাল সাড়ে সাড়ে সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাড়াদি ক্যাম্পের
হাবিলদার বীরেন্দ্রনাথ সঙ্গীয় ফোর্র্স নিয়ে পারকৃষ্টপুরের
মোজারুলের ছেলে খাইরুল মেম্বারকে পারকৃষ্টপুর মসজিদের
নিকট থেকে আটক করে।পরে তার ব্যবহতএ্যপাসি মোটর তল্লাশী
করে ২৭কেজি ৬শত ২৪গ্রাম রুপার গহনা ওচাঁদনী রুপা উদ্ধার
করে।যার আনুমানিক মূল্য ৪১ লক্ষ ৭১ হাজার টাকা। তার ব্রবহত
মোটর সাইকেল জবদ করে।এই মর্মে দামুড়হুদা মডেল থানায় তার
বিরুদ্ধে মামলাদায়ের করে।
আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Tag :