নৌকা মার্কায় ভোট চাইলেন একরামুল করিম চৌধুরী
সবুজদেশ ডেক্সঃ দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। গতকাল সকালে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, মাহবুবুর রহমান জাবেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা ডা. আবদুর রব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সাধারণ সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান মো. হানিফ চৌধুরী, সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদ সারয়ার্দ্দী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাসার প্রমুখ।