শিরোনাম:
রাজশাহীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
সবুজদেশ ডেক্সঃ রাজশাহীর পবা উপজেলার কর্ণহারের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আফি নেপাল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম জানান, ঘটনার পর গুলিবিদ্ধ ওই মাদকবিক্রেতাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
Tag :