ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শয়তানে জোট করে শয়তানের সঙ্গে

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শয়তানের সঙ্গে জোট করে তারা, যারা নিজেরাই শয়তান। বিএনপির জনসভায় ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য প্রয়োজনে শয়তানের সঙ্গে জোট করব’— দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের পাল্টা জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গুলশানে টানা সাত দিনব্যাপী আওয়ামী লীগের গণসংযোগের প্রথম দিন গতকাল তিনি এসব কথা বলেন। সকালে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ ছাড়া রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার, ওয়ারী, মোহাম্মদপুর, শান্তিনগর ও পল্টন এলাকায় গণসংযোগে পৃথকভাবে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। এ সময় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটকে বিজয়ী করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ জানে, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। মানুষ শান্তিতে থাকবে। সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত হবে। আর বিএনপি ক্ষমতায় থাকা মানেই সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান। গত সাড়ে নয় বছরে শেখ হাসিনার উন্নয়ন অর্জনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপির চলার পথে যে কালো ছায়া ফেলেছে, তাতে তারা আরও সংকটে পড়েছে। ফলে বিএনপির ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে। নৌকার পক্ষে ভোট চেয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঘোষিত সাত দফা অযৌক্তিক ও অবাস্তব। কিছু দাবি সংবিধানবিরোধী। নির্বাচনের শিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি। এর মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। তারা নিজেরা ক্ষমতায় থাকলেও এই সময়ের মধ্যে দাবিগুলো মেনে নিতে পারত না।

Tag :

About Author Information
Update Time : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
৪১০ Time View

শয়তানে জোট করে শয়তানের সঙ্গে

Update Time : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শয়তানের সঙ্গে জোট করে তারা, যারা নিজেরাই শয়তান। বিএনপির জনসভায় ‘গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির জন্য প্রয়োজনে শয়তানের সঙ্গে জোট করব’— দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন বক্তব্যের পাল্টা জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গুলশানে টানা সাত দিনব্যাপী আওয়ামী লীগের গণসংযোগের প্রথম দিন গতকাল তিনি এসব কথা বলেন। সকালে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ ছাড়া রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার, ওয়ারী, মোহাম্মদপুর, শান্তিনগর ও পল্টন এলাকায় গণসংযোগে পৃথকভাবে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। এ সময় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটকে বিজয়ী করার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ জানে, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। মানুষ শান্তিতে থাকবে। সন্ত্রাস-জঙ্গিবাদ মুক্ত হবে। আর বিএনপি ক্ষমতায় থাকা মানেই সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান। গত সাড়ে নয় বছরে শেখ হাসিনার উন্নয়ন অর্জনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বিএনপির চলার পথে যে কালো ছায়া ফেলেছে, তাতে তারা আরও সংকটে পড়েছে। ফলে বিএনপির ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে। নৌকার পক্ষে ভোট চেয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ঘোষিত সাত দফা অযৌক্তিক ও অবাস্তব। কিছু দাবি সংবিধানবিরোধী। নির্বাচনের শিডিউল ঘোষণার আর মাত্র এক মাস বাকি। এর মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। তারা নিজেরা ক্ষমতায় থাকলেও এই সময়ের মধ্যে দাবিগুলো মেনে নিতে পারত না।