শিরোনাম:
সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির গলায় গামছা পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা সদরের জিলুকদাপাড়ার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তবে এখনো তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জিলুকদাপাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় এক ইউপি সদস্য। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহতের গলায় গামছা পেঁচানো এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
Tag :