সবুজদেশ নিউজ ডেস্কঃ

পৃথিবীতে গরুই একমাত্র প্রাণী যারা অক্সিজেন গ্রহণ করে এবং আবার ছেড়ে দেয় বলে দাবি করেছেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে ত্রিবেন্দ্রকে গরুর দুধ, গোমূত্রের রোগমুক্তি ক্ষমতার কথা বর্ণনা করতে দেখা গেছে।

তিনি বলেন, গরু আমাদের অক্সিজেন দেয় বলেই তাকে মাতা বলা হয়। হার্ট ও কিডনিসহ গোটা শরীরের জন্যই গোবর ও গোমূত্র খুবই উপকারী।

মুখ্যমন্ত্রীর দাবি, ‘গরুর কাছাকাছি থাকলে যক্ষ্মা রোগ সেরে যায়। আমাদের বিজ্ঞানীরাও এখন এই প্রশংসাপত্র দিয়েছেন।’

কয়েক দিন আগে দেরাদুনের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘শ্বাসকষ্টের সমস্যাও সারিয়ে দিতে পারে গরু।’

এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘রাজ্যের মানুষ এটাই বিশ্বাস করেন। আর মুখ্যমন্ত্রী তাদের বিশ্বাসের কথাই তুলে ধরেছেন। কোনো মুমূর্ষু রোগী গরুর কাছাকাছি থাকলে তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশেষজ্ঞ বলেছেন, ‘অক্সিজেন নয়, গরু মিথেন ত্যাগ করে, যা ওজন স্তরের জন্য মোটেই ভালো নয়। গোমূত্র নয়, যক্ষ্মা নিরাময়ে ছাগলের দুধ উপাদেয়।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here