ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পুরো আাকাশ মেঘে আচ্ছন্ন। ছবিটি ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা।

ঢাকাঃ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯নভেম্বর) বিকাল নাগাদ দক্ষিণ-পশ্চিম উপকূল খুলনা, পটুয়াখালী, বরিশালের আশাপাশের এলাকায় আঘাত হানতে পারে। এদিকে বুলবুলের কারণে খুলনা ও বরিশাল এলাকায় পুরো আকাশ মেঘে ঢেকে গেছে। কোথাও কোথাও বৃষ্টির খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে খুলনা, বরিশাল উপকূলসহ ঢাকা ও এর আশপাশের অঞ্চলে ছেড়ে ছেড়ে কয়েকদিন বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘূণিঝড় বুলবুল সিডরের থেকে শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। তারপরও এই বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। উপকূলে প্রবেশ করতে করতে এটি আরও শক্তি সঞ্চয় করবে বলে ধারণা করা যাচ্ছে।

এদিকে, গভীর সমুদ্রে অবস্থানরত সব ধরনের নৌযান ও মৎস্য শিকারিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় ১২০০ পর্যটক।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here