কুষ্টিয়াঃ

ঢাকায় নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের বাড়ীতে এখন চলছে শোকের মাতম, আদরের ছেলের মৃত্যুর খবরে মা ছালেহা খাতুন বারবার মুর্ছা যাচ্ছে। এমন অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেনা পরিবারের সদস্য সহ প্রতিবেশিরা। চোখের পানিতে এখন তারা এই হত্যাকান্ডের বিচার চাইছেন।

এলাকাবাসী এবং আবরারের পরিবারের সাথে কথা বলে জানা যায় স্কুল জিবন থেকেই সে মেধাবী কোন রাজনৈতিক সংগঠনের সাথে তার কোর সম্পৃক্ততা নেই।

আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ জানান, কি কারনে এই হত্যা কান্ড সেটাও ধারনা করতে পারছে না তার পরিবারের লোকজন। আজ সকাল ১০টায় আবরারের পিতা বরকতউল্লাহ’র কাছে ফোন করেন ফাহাদের এক রুমমেট। প্রথমে ফোন করে অসুস্থতার কথা জানালেও কিছুক্ষন পরে ফোন দিয়ে আবরার ফাহাদের মৃত্যুর খবর দেয় সে।

নিহত আবরার ফাহাদ কুষ্টিয়া কুমারখালী উপজেলা কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের ব্রাকের সাবেক কর্মকর্তা বরককউল্লাহ ছেলে। সে বুয়েটের ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের ২০১৭/১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here