সবুজদেশ ডেস্কঃ

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা।

অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। আসিফ নিজেও ফেসবুক পোস্টে মামলার বিষয়টি সবাইকে জানিয়েছেন। এদিকে আসিফ-মুন্নির তিনটি দ্বৈত অ্যালবাম আছে, দুজন প্লেব্যাক করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। এর মধ্যে কয়েকটি গান জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু কদিন ধরেই আসিফ ও মুন্নির সম্পর্ক ভালো যাচ্ছে না।

মামলা প্রসঙ্গে মুন্নি বলেন, মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলে তখনই সে মামলা করতে বাধ্য হয়। গত কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। আসিফকে সতর্ক করেছেন সাইবার ক্রাইমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্টো আসিফ বলেছেন, পারলে কিছু করে দেখাতে। ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন নিয়ে সমাজে বসবাস করি, এভাবে চলতে থাকলে সবাই ভেবে নেবে আসিফের বক্তব্যই ঠিক। তাই আইনি পদক্ষেপ নিয়েছি। আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল আমি। আশা করছি, সঠিক বিচার পাব। আসিফ জানিয়েছেন, আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here