- ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

ন্যাটো জোটের সেনাদের ইউক্রেনে শান্তিরক্ষা করতে পাঠানোর প্রস্তাব দিয়েছে পোল্যান্ড। দেশটি জানিয়েছে, ন্যাটোর পরবর্তী সভায় এ ব্যাপারে তারা অফিসিয়ালি প্রস্তাব দেবে।

রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে, শান্তিরক্ষার নামে ইউক্রেনে ন্যাটো কোনো সেনা পাঠালে এর পরিণতি হবে ভয়াবহ। 

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার এ হুশিয়ারি দিয়েছেন।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর যে প্রস্তাব পোল্যান্ড দিয়েছে তাদের এ পরিকল্পনা বেপরোয়া এবং অত্যন্ত বিপদজনক। 

তিনি আরও বলেন, আমাদের সেনা ও ন্যাটোর সেনাদের মধ্যে যে কোনো মুখোমুখি অবস্থানের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, যেই পরিণতি কাটিয়ে ওঠার বিষয়টি হবে অনেক কঠিন। 

এদিকে পোল্যান্ড এমন প্রস্তাব দিলেও ইউক্রেনে কোনো অবস্থাতেই সেনা পাঠাতে রাজি না যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ন্যাটোর কাছে বার বার অনুরোধ জানিয়েছেন, তারা যেন ইউক্রেনে নো  ফ্লাই জোন ঘোষণা করে। 

কিন্তু ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনে ন্যাটোর সেনারা গেলে এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। 

ফলে জেলেনস্কি নো ফ্লাই জোনের ব্যাপারে যতবারই  অনুরোধ করেছেন ঠিক ততবারই না করে দিয়েছে ন্যাটো।

সূত্র: আল জাজিরা

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here