নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহ কালীগঞ্জে এক হতদরিদ্র কৃষকের ১৫ শতক জমির ধরন্ত করলা ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার রাতে কে বা কারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিল্লা গ্রামের মাঠে বিকাশ বিশ্বাসের ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের মৃত সতীশ বিশ্বাসের ছেলে।

কৃষক বিকাশ বিশ্বাস জানান, ১৫ শতক জমিতে ঋণ নিয়ে করলা চাষ করেছিলেন। গাছগুলোতে বেশ করলা ধরেছিল। মঙ্গলবার সকালে নিজের জমির করলা গাছ কাটা দেখেন তিনি। আর যারা এটা করেছে তাদেরই বা কি লাভ ?। এখন কি করে সারাবছর সংসার চালাবো আর কি করেই বা এনজিওর টাকাসহ ধারদেনা পরিশোধ করবো এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কৃষক বিকাশ।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, করলা ক্ষেত কাটার ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

গত শনিবার উপজেলার ষাটবাড়িয়া গ্রামের বাপ্পি মোল্লা নামের এক হতদরিদ্র কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা। এদিকে উপজেলায় ফসলের ক্ষেত কেটে নষ্ট করে দেওয়া এসকল দুর্বৃত্তদের আইনের আওতায় না আনায় দিন দিন এঘটনা বেড়েই চলেছে বলে মনে করেন স্থানীয়রা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here