যশোরঃ

যশোরে কবরস্থানে টিস্যু ফেলা নিয়ে ঝগড়ায় এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাইপো সেলিম ও তার স্ত্রী আবেদা খাতুন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার গভীর রাতে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত নারীর নাম বেনু বেগম (৫০)। তিনি বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসারত হোসেনের স্ত্রী।

বেনু বেগমের ভাই আতিকুর রহমান আতিক জানান, তার বোনের পরিবারে সবসময় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ লেগে থাকত। রোববার বিকালে পারিবারিক কবরস্থানে টিস্যু পেপার ফেলা নিয়ে বেনু বেগমের সঙ্গে সেলিমের স্ত্রী আবেদা খাতুনের কথা কাটাকাটি হয়। 

আবেদা একপর্যায়ে বেনুর মাথার চুল ধরে মারধর ও ইট দিয়ে বুকের ওপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, হাসপাতালে আনার আগেই বেনু বেগমের মৃত্যু হয়েছে। 

ধারণা করা হচ্ছে, মস্তিস্কে রক্তক্ষরণ ও ঘাড়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here