ঝিনাইদহঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে আধিপত্ত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আসাদ হোসেন, জাকির হোসেন, হোসেন আলী, হাসান আলী, বেলী খাতুনসহ আরও একজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রঘুনাথপুর গ্রামে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী ইদু ও রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দরবেশ আলীর মধ্যে দীর্ঘদিন আধিপত্ত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইদ্রিস আলী ইদুর ছেলে হোসেন আলী ও এক কর্মচারী ডিশের ব্যবসার পাওনা টাকা চাইতে রঘুনাথপুর গ্রামের সংস্থা জামে মসজিদের কাছে গেলে তাদের উপর্যুপরি মারধর করে দরবেশ আলীর লোকজন। মারধরের ঘটনা জানাজানি হলে ইদুর আরও দুই ছেলে সেখানে গেলে সংঘর্ষ বেধে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠায়। সেখান থেকে ৪ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, খবর শুনে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এখানো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিব। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here