মেহেরপুরঃ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মেহেরপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের সুপারিশে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন। সোমবার থেকে এ আদেশ কার্যকর করা হবে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মেহেরপুর লকডাউন বলবৎ থাকবে।

মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গণি জানান, শনিবার মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা বাজারগুলোতে সরেজমিন পরিদর্শন করেন তিনি। বিপণী বিতানগুলোতে সামাজিক দূরত্ব ভেঙ্গে গাদাগাদি করে কেনাকাটার দৃশ্য নিজের মোবাইলে ধারণ করেন। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ না মানার কারণেই মেহেরপুরকে লকডাউন করতে হল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here